Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে আইনজীবীসহ বিএনপির ৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ PM

bdmorning Image Preview


ধুনট উপজেলার বিলচাপড়ি বাজার এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে আইনজীবীসহ বিএনপির ৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের হয়েছে।

এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপির নৌকা প্রতীকে প্রচারণার জন্য বিলচাপড়ি বাজার এলাকায় কার্যালয় স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই নির্বাচনী কার্যালয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অগ্নিসংযোগ করে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।  

এ ঘটনায় এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে বুধবার (২৬ ডিসেম্বর) রাতে ধুনট থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় উপজেলার বেলকুচি গ্রামের আইনজীবী এড. রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীসহ ৭৯ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়েছে।

র অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।   
 

 

Bootstrap Image Preview