Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে আবারো চুরি 

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৩৩ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৩৩ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় শ্যামগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে করেছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহমা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় বুধবার বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে বিকেলের দিকে কার্যালয়ে তালা দিয়ে শিক্ষকরা বাড়ি চলে যান। এ অবস্থায় বুধবার দিবাগত রাতের কোন এক সময় বিদ্যালয়ের কার্যালয়ের তালা ভেঙ্গে কে বা কারা ভিতরে প্রবেশ করে। 

এরপর তারা কার্যালয়ের ভেতরে রক্ষিত আলমিরার তালা ভেঙ্গে মূল্যবান কাগজপত্র তছনছ করে সোলার ব্যাটারী, সাইন্ডবক্স ও কাপ-পিরিচসহ বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী চুরি করে নিয়েছে। ওই বিদ্যালয়ে সরকারি ভাবে নৈশ প্রহরী নিয়োজিত নেই।  

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিক্ষকরা বিদ্যালয়ে পৌছে চুরির বিষয়টি টের পেয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে ওই অভিযোগে কোন আসামীর নাম উল্লেখ নেই।

উল্লেখ, গত ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে স্থানীয় কতিপয় প্রাভাবশালী ব্যক্তি বিদ্যালয়ের কার্যালয়ে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ভেতর থেকে ম্যানেজিং কমিটি গঠনের রেজুলেশন খাতাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। এ ঘটনায় তৎকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জোবায়দা গুলশানারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। কিন্ত থানা পুলিশের পক্ষ থেকে ওই অভিযোগের কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনায় প্রধান শিক্ষকের দেওয়া অভিযোগটি থানায় সাধারণ ডাইরী (জিডি নং ৯৮৭) হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

Bootstrap Image Preview