Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরামপুরে ১৯৬৮ সালের পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৩৩ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৩৩ PM

bdmorning Image Preview


দিনাজপুরের বিরামপুরে শাখা যমুনা নদী থেকে বালু উত্তোলনের সময় ১৯৬৮ সালের একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার শৈলান গ্রাম থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। 

গ্রেনেড উদ্ধার হওয়া পরিবহনের চালক রিপন জানান, রিয়া পরিবহন নামের একটি বালুভর্তি মেসি (ট্রাক্টর) রামচন্দ্রপুর ঘাট থেকে শৈলান গ্রামে আনা হয়। মেসি (ট্রাক্টর) থেকে বালু নামানোর সময় গ্রেনেডটি দেখতে পাই।

পরে মেসির (ট্রাক্টর) এর মালিক মাবুদকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে অবহিত করেন।

বিরামপুর থানার উপ-পরিদর্শক মাজিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার শৈলান গ্রাম থেকে মাবুদ নামের এক ব্যক্তি মোবাইল ফোনে গ্রেনেডটির বিষয়ে অবগত করেন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় আনে। 

তিনি আরো জানান, গ্রেনেডটির গায়ে ১৯৬৮ সাল খোদায় করা আছে। এটি থেকে ধারণা হচ্ছে ১৯৭১ সালের যুদ্ধের আগের সময়কার অব্যবহারিত একটি গ্রেনেড এটি।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


 

Bootstrap Image Preview