সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।এ অবস্থায় গুজবে বিভ্রান্ত না হয়ে ৯৯৯ নম্বরে ফোন করে সত্যতা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে
বুধবার (২৬ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এ পরামর্শ দেওয়া হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগসহ অন্যান্য মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এতে জনমনে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। গুজবকে কেন্দ্র করে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোরও চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুজবের বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে ও সাধারণ মানুষকে গুজব বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে জাতীয় নির্বাচনের সময় নতুন উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। এ উদ্যোগের অংশ হিসেবে গুজবের সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের সহায়তা নেওয়া যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনও মাধ্যমে প্রকাশিত কোনও বিষয় গুজব মনে হলে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতে গুজব সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।