Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিদেশি শ্রমিক নিবে জাপান, তালিকায় নেই বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:০৫ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:০৫ PM

bdmorning Image Preview


বিদেশি শ্রমিক নেওয়ার জন্যে আটটি দেশের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জাপান। সম্প্রতি শ্রমিক নেয়ার ঘোষণায় বাংলাদেশে থেকেও শ্রমিক নেয়া হবে জানানো হয়। কিন্তু যাদের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে সে  তালিকায় নেই বাংলাদেশের নাম

নিক্কি এশিয়ান রিভিউ এক প্রতিবেদনে জাপানে বিদেশি শ্রমিক নেয়ার বিষয়ে জানানো হয়, জাপান এশিয়ার ৮টি দেশের সঙ্গে চুক্তির কথা ভাবছে। দেশগুলো হলো- ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চীন, থাইল্যান্ড এবং মিয়ানমার। এ তালিকায় নেপালের নাম রয়েছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যম জানায়। কিন্তু সেখানে বাংলাদেশের নাম নেই।

চুক্তি সম্পন্ন হলে দেশগুলোর নাগরিকদের নতুন ধরনের ভিসা দেওয়া হবে। দেশগুলোর সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। এই বিশেষ ভিসা ব্যবস্থা আগামী এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এসব দেশের শ্রমিকদের অবকাঠামো নির্মাণ, রেস্তোরাঁ, কৃষি এবং নার্সিংয়ের কাজে লোক নেয়া হবে। 

বাংলাদেশিদের সচেতন হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানে সরাসরি কর্মী নিয়োগ কিংবা টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের বিষয়ে বিভ্রান্ত না হয়ে যেকোনো তথ্য জানার জন্য সরাসরি টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস কিংবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Bootstrap Image Preview