Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:২০ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১০:০০ AM

bdmorning Image Preview


নরসিংদীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও  ইলেক্ট্রনিক এবং অনলাইন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের যেসব নীতিমালা নির্ধারণ করা হয়েছে তা তুলে ধরা হয়।

নীতিমালায় বলা হয়, ভোটের দিন (৩০ ডিসেম্বর) নরসিংদী জেলার পাঁচটি আসনে একাধিক গণমাধ্যমের সাংবাদিক একসঙ্গে একই ভোটকক্ষে ঢুকতে পারবেন না। সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্যও কোনো স্টিকার দেওয়া হবে না। ভেতর থেকে নয়, ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে সংবাদ সরাসরি সম্প্রচার করা যাবে।

প্রতিটি ভোটকেন্দ্রে ঢোকার পর প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনো ক্রমেই গোপন কক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না। ভোটকক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না।

এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যেকোনো ধরনের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকতে হবে এবং নীতিমালাকে অমান্য করলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও প্রেসক্লাবের সভাপতি মোরশেদ শাহরিয়ার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক ও এম এ আউয়াল, বদরুজ্জামান বদু এবং সাবেক সভাপতি মোস্তফা সরকার ও সাইফুল ইসলাম রুদ্র সহ সকল সংবাদ কর্মীরা।

সম্মেলনে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, এই জেলায় প্রায় পনের লক্ষ ভোটারদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। যে সমস্ত সংবাদকর্মীরা পর্যবেক্ষণ কার্ড পাওয়ার জন্য আবেদন করেছে তাদের মধ্যে কিছু সাংবাদিকদের কার্ড দেওয়া হবে আর বাকিদের দেওয়া হবে না।   

Bootstrap Image Preview