Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজেপি নেতারা ভারতের জনগণকে বিভক্ত করারা চেষ্টা করছে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৩২ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


‘বিজেপির নেতারা মানুষকে ভুল বোঝাচ্ছে। তাঁরা হিন্দু-মুসলিম ভাগ করে দেয়ার চেষ্টা করছে। দলিতদের উপর অত্যাচার করছে, আদিবাসীদের উপর অত্যাচার করছে, সংখ্যালঘুদের মেরে ফেলছে’।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মন্দির বাজার এলাকায় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই মন্তব্য করেন। মমতা বলেন, ‘বিজেপি তো এই সেদিন এসেছে এখানে। দক্ষিনেশ্বর মন্দির যখন তৈরি হয়েছিল তখন তারা জন্মেছিল? আমরা দূর্গাপুজো কবে থেকে করি? আমরা রাসমেলা কবে থেকে করি?  আমরা রমজান পালন কবে থেকে করি? আমরা বড়দিন কবে থেকে করি? মানুষে-মানুষে বিবাদ বাধিয়ে দেয়া ও খুন-খারাপি করার ঘটনা বাংলায় হয় না।’

তিনি বলেন, কোনো ভেদাভেদ, হিংসা, কুৎসা, মানুষকে প্রতারণা করার রাজনীতি নয়, মানুষকে ভালোবেসেই তৃণমূলের মা-মাটি-মানুষের সরকার মানুষের কাজ করে। মানুষের কাছে ঐক্যের বার্তা, শান্তির বার্তা, স্বস্তির বার্তা পৌঁছে দিন যাতে মানুষ কাজ পায়, ভালো থাকে।

Bootstrap Image Preview