Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোটের দিন মোটরসাইকল ব্যবহারে করতে পারবেন সাংবাদিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করে খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনার হওয়ার পর পিছু হটলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নিষেধাজ্ঞাটি তুলে নিলো সংস্থাটি।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার (২৬ ডিসেম্বর) আলোচনায় বসে। আর বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) নিষেধাজ্ঞাই তুলে নিলো ইসি।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে আগের মতো গাড়ির স্টিকার লাগিয়ে ভোটের সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা। তবে গাড়ির বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview