Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে মার্কিন সেনারা ছিল অন্তরায়: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


সিরিয়ায় মার্কিন সেনার অনুপস্থিতি দেশটির সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ সম্পর্কে আরো বলেছেন, এতদিন সিরিয়া সংকট সমাধানের পথে মার্কিন সেনারা মারাত্মক অন্তরায় হিসেবে কাজ করছিল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মস্কোয় এক সংবাদ সম্মেলনে জানান, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। তিনি মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাকে সিরিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করারও আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে তার দেশের সেনা প্রত্যাহার করার নির্দেশ দেন। ২০১১ সালে সিরিয়ায় সহিংসতা চাপিয়ে দেয়ার পর দীর্ঘ প্রায় আট বছরেও প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হওয়ার পর এ নির্দেশ দেন ট্রাম্প। মার্কিন সরকার অবশ্য ‘আইএস’ জঙ্গিদের দমনের অজুহাতে ২০১৪ সালে সিরিয়ায় সেনা পাঠিয়েছিল। তবে মার্কিন বাহিনীর অংশগ্রহণ ছাড়া রাশিয়া ও ইরানের সমর্থনে উগ্র জঙ্গিদের দমন করে সিরিয়ার সেনাবাহিনী।

Bootstrap Image Preview