Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই: ব্লেইক

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সিলেটসহ সারাদেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

তিনি নির্বাচনের প্রচার কাজ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি। এসব বিষয় নিয়েই ড. মোমেনের সঙ্গে একটি সুন্দর আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একান্ত বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার।

এদিকে, ড. মোমেন ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের ব্যাপারে বলেন, নির্বাচনে ঈদের মতো উৎসব হচ্ছে। অ্যালিসন ব্লেইকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি জানিয়েছি নৌকার প্রচার প্রচারণায় বিরোধী দলেরা বিভিন্নভাবে বাধা প্রদান করছে।

এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি।

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে দেশে কি কি উন্নয়ন হবে তাও ব্রিটিশ হাইকমিশনারকে অবগত করা হয়েছে বলেও জানান ড. মোমেন।

Bootstrap Image Preview