Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০৯ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:১০ PM

bdmorning Image Preview


বিএনপির ফেরিফায়েড ফেসবুক পেজ www.facebook.com/bnpbd.org হ্যাক হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার বিকেলে দলটির সহ-দফতর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

বিজ্ঞতিতে বলা হয়, গতরাত ৩টার দিকে হ্যাক হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিমূলক পোস্ট দেয়া হয়েছে এবং হচ্ছে। এসব পোস্টের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

বিএনপির ফেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

Bootstrap Image Preview