Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুলেট প্রুফ জ্যাকেট গায়ে প্রচারণায় জাপা প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:১৭ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:১৭ PM

bdmorning Image Preview


নিরাপত্তা ঝুকি মনে করায় বুলেট প্রুফ জ্যাকেট গায়ে জড়িয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী।

বৃহস্পতিবার সকালে উপজেলার চ্যাখেরখিল এলাকা থেকে বুলেট প্রুফ জ্যাকেট পরে প্রচারণায় নামেন তিনি। এরপর ছনুয়া, নাগুরা এলাকায় গণসংযোগ করেন মাহমুদুল ইলাম।

প্রত্যক্ষদর্শী ও তার সমর্থক সুত্রে জানা যায়, মাহমুদুল ইসলাম গায়ে সাদা পাঞ্জাবীর ওপর কালো রঙের বুলেট প্রুফ জ্যাকেট পরেছেন। গণসংযোগের দুপাশে নেতাকর্মীরা হাত দিয়ে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন।

এ বিষয়ে জানতে চাইলে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘নিজের নিরাপত্তা নিয়ে মাঠে নেমেছি। দোয়া করবেন।’

উল্লেখ্য এর আগে গত ২১ ডিসেম্বর নির্বাচনী পথসভার গাড়িবহর ও তার বাসায় গুলিবর্ষণ এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেন তিনি। এ ঘটনায় মামলা করতে গেলে তাকে থানা থেকে বের করে দিয়ে উল্টো তার ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন তিনি। রির্টানিং কর্মকর্তার কাছে বিষয়টি তুলে ধরলেও প্রতিকার পাননি বলেও জানান তিনি।

Bootstrap Image Preview