আশা করেছিলাম, সেনাবাহিনী নামার পর পরিস্থিতি শান্ত হবে, কিন্তু সেই আশা পূরন হয়নি জানিয়ে ঢাকা ৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সালাহ্উদ্দিন আহমেদ বলেন, আমি আমার এলাকার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাকে পরিস্থিতি বর্ননা করে সহযোগিতা চেয়েছিলাম। তিনি বলেছেন, ‘দেখবো’ কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শ্যাপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির এই প্রার্থী।
এ সময় সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আহ্বান, দেশের কল্যানে জনগণ যাতে তার ভোট সুষ্ঠুভাবে দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করুন।’
তিন দিন ধরে নিজের বাড়িতে প্রায় অবরুদ্ধ হয়ে আছেন জানিয়ে তিনি আরো বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনের কাছে জানতে চাই মাঠ কিভাবে সমতল। আজ তিন দিন ধরে প্রচারণায় নামতে পারছি না। আজকেরও নামতে পারলাম না। নেতাকর্মীদের আমার বাড়িতে আসতে দিচ্ছে না, মিথ্যা মামলা, গ্রেপ্তার হামলা-সবই হচ্ছে। আমার বাড়ির সামনে পুলিশ এবং বাবলার সন্ত্রাসীরা (মহাজোট প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা) পাহারা দিচ্ছে।’
সালাহ্উদ্দিন আহমেদ আরো অভিযোগ করেন, ‘বেছে বেছে ধানের শীষের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি-হয়রানি করা হচ্ছে। হুমকি দেয়া হচ্ছে যেন ধানের শীষের এজেন্ট না হয়।’
এলাকার বিভিন্ন স্কুল থেকে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি খুলে নিচ্ছেন অভিযোগ করে সালাহ্উদ্দিন আহমেদ বলেন, ‘ভোট কক্ষে কারচুপি করতেই এগুলো করা হচ্ছে। পরিস্কার করে বলতে চাই এবার কারচুপির কোনো সুযোগ দেয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।’
এ সময় নির্বাচিত হলে এলাকার জলবদ্ধতা নিরসন, স্কুল-কলেজ-কমিউনিটি-খেলার মাঠ-হাসপাতাল প্রতিষ্ঠা এবং মাদক-চাদাবাজি নির্মুলের ঘোষণা দেন তিনি।