Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির নির্বাচনী নিরাপত্তা বহরে ডিবি কর্মকর্তার মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৭:১৫ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৭:২৯ PM

bdmorning Image Preview
মাশরাফীর নির্বাচনী নিরাপত্তা বহরে ডিবি কর্মকর্তার মৃত্যু


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার নিরাপত্তা বহরের দায়িত্বে থাকা ডিবি পুলিশের কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান মিন্টু (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে মাশরাফীর নির্বাচনী গণসংযোগে তার নিরাপত্তার দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। পরে তাকে থেকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় মনিরুজ্জামানের সঙ্গে থাকা পুলিশ সদস্য মো. বায়েজীদ হোসেন আমাদের সময়কে জানান, সকাল থেকে মাশরাফীর বহরে দায়িত্ব পালন করছিলেন তিনি। দুপুরে বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. শরফুদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এএসআই মনিরুজ্জামানের স্ত্রী সন্তান সম্ভবা। নড়াইল পুলিশ লাইনে জানাযা নামাজের পর তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামে দাফন করা হবে।

Bootstrap Image Preview