ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নৌকায় ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া।
বুধবার ও বৃহস্পতিবার দিন রাত ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যান জামাল মিয়া। এ সময় ভোটাররা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আশ্বাস দেন।
জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সদস্য রবিউল বাসার, মুক্তিযোদ্ধা আবু মিয়া, নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন প্রমুখ।