Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোলায় আ.লীগে যোগদানের হিরিক অন্য দলের নেতা-কর্মীদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:০২ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:০২ PM

bdmorning Image Preview
ভোলায় আ.লীগে যোগদানের হিরিক অন্য দলের নেতা-কর্মীদের


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে ভোলার -৩ আসনে (লালমোহন - তজুমদ্দিনে) আ’লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের হাতে ফুল দিয়ে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের যোগদানের হিড়িক পড়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর এ যাবৎ লালমোহন ও তজুমদ্দিনে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতা কর্মী।লালমোহনে ফরাজগঙ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ফারুক, আলমগীর পাটওয়ারীসহ কয়েক শত নেতা কর্মী উপজেলা বিএনপির, স্বেচ্ছাসেবক দলের নেতা, যুবদলের,ছাত্র দলের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সোনাপুর ইউপি চেয়ারম্যান হাফেজ হাসান মাসুদ বাবুল, চাঁচড়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন আরজু। এদের সাথে চাঁচড়া ও সোনাপুর ইউনিয়নের কয়েকশত বিএনপি নেতাকর্মী আ’লীগে যোগদান করেন। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আমিরুল ইসলাম বাবলু হাং, প্রচার সম্পাদক কাজী আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন হাওলাদার, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, যুবদল নেতা শাহাবুদ্দিন হাওলাদার, কামাল উদ্দিন ফকির, গিয়াসউদ্দিন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হেলাল উদ্দিন হাওলাদার, ছাত্রদল নেতা জাবেদ ইকবাল মিঠু ভূইয়া, বাচ্চু মিয়া, হুমায়ুন করিব, কামরুল হাসান, শ্রমিকদল নেতা কবির হোসেন সর্দার।

এদিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও আ’লীগে যোগদান করেন। শিক্ষক নেতাদের মধ্যে উল্লেখ্য যোগ্য হলেন, মাষ্টার ফরহাদ হোসেন, হেলাল উদ্দিন, মহিউদ্দিন, নুরুন্নবী, মোঃ ইব্রাহিম, ঈমাম হোসেন, নুরনবী ও চরজহির উদ্দিন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুয়েল।

Bootstrap Image Preview