Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাসা ছাড়তে হবে না রাজধানীর ব্যাচেলরদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:০৭ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:০৭ PM

bdmorning Image Preview


রাজধানীর ব্যাচেলরদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে বাসা ছাড়তে হবে। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত আসা যাবে না ব্যাচেলর বা মেস বাসায়। পুলিশের বরাতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসরত ব্যাচেলররা। কিন্তু ডিএমপি বলছে ভিন্ন কথা।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়তে কোনো নির্দেশনা প্রদান করেনি তাঁরা।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।

জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোন নির্দেশনা প্রদান করেনি।

এদিকে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বাড্ডা, খিলক্ষেত, নিকুঞ্জ, মণিপুরি পাড়া ও মিরপুর এলাকায় বসবাসরত বেশ কয়েকজন ব্যাচেলর পুলিশের বরাতে বাড়িওয়ালার কাছ থেকে ফ্ল্যাট ছাড়ার নির্দেশনা পেয়েছেন।

রাজধানীর একাধিক এলাকার ব্যাচেলর বাসা ও মেস মালিকরা জানান, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার অজুহাতে ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পরের দিন মেস ও ব্যাচেলর বাসা ফাঁকা রাখতে বলা হয়েছে।

এ ব্যাপারে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় এ ধরনের কোনো নির্দেশনা নেই। তবে ব্যাচেলর ও মেসের বাসিন্দা এবং নন-ভোটার ভাসমান বাসিন্দাদের নিরাপত্তাজনিত কারণে নজরদারিতে রাখা হয়েছে।’

একই ধরনের তথ্য জানান মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীরও ।

ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, ব্যাচেলরদের এভাবে বাসা ছেড়ে দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা তা এখনো জানা নেই আমার।

Bootstrap Image Preview