ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নেতাকর্মীদের যেভাবে পুলিশ গ্রেফতার করছে তাতে নির্বাচনের দিন পোলিং এজেন্টও পাওয়া যাবে কি না- তা নিয়ে শঙ্কায় আছি। তিনি বলেন, কারণ যেভাবে গ্রেফতার করা হচ্ছে, যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে বহু লোক আছে যারা আমাদের পোলিং এজেন্ট হতো।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের লোকজন বলছে মিছিল মিটিং করা যাবে না। গত তিনদিন হলো আমি ও আমার স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী কাজ বন্ধ করে দিয়েছি। শুধু এজেন্ট ও ভোটার স্লিপ দেয়ার ব্যবস্থা করেছি। ভাগ্যের কী নির্মম পরিহাস আমাদের মনে হয় নির্বাচনের দিন পোলিং এজেন্টও থাকবে কি-না সন্দেহ আছে।
‘প্রত্যেক এলাকায় নির্বাচনী ক্যাম্প থাকার কথা। আমাদের ক্যাম্প করতে দেয়নি। একটি করেছিলাম তাও আওয়ামী লীগের পেটুয়া বাহিনী ভেঙে দিয়েছে। আমাদের এবং নেতাকর্মীদের ওপর হামলা করছে।’
‘প্রতীক পাওয়ার পর আমি যথন প্রথমদিকে প্রচারণায় বের হতাম সাদা পোশাকের পুলিশ আমাকে দেখে সমিহ করতো বলে তিনি আরো বলেন, এখন দেখি তারা আমার সামনে থেকে নেতাকর্মীদের গ্রেফতার করে নিচ্ছে। সকাল থেকে সাদা পোশাকের লোকজন বাড়ির আশপাশে ঘুরে। নেতাকর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে তাও জানা যায় না। এমন পরিস্থিতি তৈরি করেছে আমরা যেন নির্বাচন থেকে সরে যাই। কিন্তু আমরা বলতে চাই, শেষ দিন পর্যন্ত মাঠে থাকব।’
নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে আব্বাস বলেন, ‘আপনারা অবশ্যই ভোট দিতে যাবেন। কারণ তরুণ বয়সে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। ধরে নিতে হবে- এটাও একটি মুক্তিযুদ্ধ। গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ।’