আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার বিষয় মাথায় রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে র্যাব-৮’র প্রস্তুতিমূলক নির্বাচনী মহড়া।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভোলার অস্থায়ী র্যাব ক্যাম্প থেকে ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোয়েব আহমেদ খান এবং সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ভোলা-চরফ্যাশন বাস স্ট্যান্ড, পরানগঞ্জ বাজার ও খেয়া ঘাট এলাকায় এ মহড়াটি অনুষ্ঠিত হয়। মহড়াটি প্রথমে র্যাবের ভোলা ক্যাম্প থেকে শুরু হয়ে ভোলা-চরফ্যাশন বাস স্ট্যান্ড গিয়ে খেয়া ঘাট ও পরানগঞ্জ বাজার হয়ে পুনরায় র্যাব ক্যাম্পে গিয়ে শেষ হয়।
ক্যাম্পের কমান্ডার সোয়েব আহমেদ খান বলেন, নির্বাচনের সময় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের পূর্ব প্রস্তুতিমুলক মহড়া।