Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধানমন্ডিতে নৌকার মিছিলে ঢলে পড়লেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, হাসপাতালে মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৮ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


নৌকা মিছিলে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমান (৬০) মারা গেছেন।

বৃহস্পতিবার ধানমন্ডিতে নৌকার মিছিলে গিয়ে তিনি রাস্তায় ঢলে পড়েন। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

জানা যায়, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনী এলাকায় মিছিল করছিলেন। এই মিছিলে ছিলেন নজীবুর রহমান। মিছিলটি ধানমন্ডির রাইফেল স্কয়ারে আসার পর রাস্তায় ঢলে পড়েন তিনি। এ সময় তাকে ল্যাবএউড হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক বলেন, ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট) আসনে আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নৌকা প্রতীকের মিছিল করছিলেন। মিছিলটি ধানমন্ডির রাইফেল স্কয়ারে আসার পর তিনি ঢলে পড়েন। পরে তাকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে নজীবুর রহমান মিছিলের মাঝে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

সুপ্রিম কোর্ট সূত্র জানা গেছে, নজীবুর রহমানের প্রথম জানাজা হবে শুক্রবার জুমার নামাজের পর। এরপর দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Bootstrap Image Preview