Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর বুকে দুই কিলোমিটার দীর্ঘ নির্বাচনী মিছিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৭ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বৃহস্পতিবার নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনে জমজমাট ছিল রাজধানী ঢাকা-১৩ আসন। আসনটিতে দেখা গেছে নির্বাচনী আমেজ। শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রচারণার মাত্রা ছিল বেশি। দুই কিলোমিটার দীর্ঘ মিছিলের মাধ্যমে শেষ হয়েছে আসনটির নির্বাচনী প্রচারণা।

ঢাকা-১৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান। প্রচারণার শেষ দিনে নেতাকর্মীদের সাথে নিয়ে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ মিছিল করেছেন ক্ষমতাসীন এই দলের প্রার্থী।

বৃহস্পতিবার বিকেলে কাটাসুর এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি মোহাম্মদপুর বাসস্টান্ড, আসাদ এভিনিউ, মিরপুর রোড, কলেজগেট, জেনেভা ক্যাম্প, কৃষি মার্কেট ও রিংরোডের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

মিছিলের একটি অংশের নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সায়েম শাহিন। এসময় তার সাথে ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আবু সায়েম জানান, নির্বাচনের আগে আমাদের এই মিছিল জনমনে প্রভাব ফেলবে। জনগন উন্নয়ন চায়। তারা নৌকায় ভোট দেবে। এসময় শতাধিক গাড়ি দেখা গেছে পুরো মিছিল জুড়ে। গাড়ির পাশাপাশি পায়ে হেঁটে মিছিলে অংশ নেয়া নারী পুরষের সংখ্যাও ছিল অনেক।

স্থানীয়দের মতে, মোহাম্মদপুরের ইতিহাসে এত বড় মিছিল মিছিল বিরল। মিছিল থেকে সড়কের দুই পাশে অপেক্ষমাণ সাধারণ ভোটারদের হাত নেড়ে সাড়া দেন প্রার্থী নিজে। প্রার্থীর পক্ষে আবু সায়ম শাহিন ও তার কর্মীরা সাধারণ ভোটারদের মাঝে নৌকা প্রতীকে ভোট দিতে প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিলি করা হয় রাস্তার পাশের দোকানপাট, যানবাহন, রিকশা ও চলমান সাধারণ মানুষের কাছে।

Bootstrap Image Preview