Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষ মুহূর্তের সিদ্ধান্তে বিপিএল খেলতে পারবেন স্মিথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩ AM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


বছর শেষে মুখে হাসি স্মিথের৷ নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই যে ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি৷ নিয়মের বেড়াজালে আটকে ছিল স্মিথের বিপিএল ভাগ্য৷ তবে শেষ মুহূর্তে বাইলজ বিপিএল গভার্নিং কাউন্সিল বাইলজে পরিবর্তন আনায় স্মিথেল সামনে বিপিএল খেলার সকল বাঁধা উঠে গেলো।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০'র ষষ্ঠ আসর মাঠে গড়াতে বাঁকি আর মাত্র ৯ দিন, এরই মধ্যে অংশগ্রহণকারী ৭ টি দলই নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছেন। তবে টুর্নামেন্ট শুরুর সপ্তাহ খানেক আগে বাঁধে নতুন বিপত্তি। শুরুটা হয়েছিল স্টিভ স্মিথকে দলে নেওয়াকে কেন্দ্র করে, বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম না থাকলেও স্মিথকে দলে ভেরায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিয়ম নেই এমন প্রশ্ন তুলে বিসিবিতে অভিযোগ জানায় রংপুর রাইডার্স, যার ফলে বিসিবিও জানিয়ে দেয় বিপিএলে খেলা হচ্ছে না সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথের।।

তবে বৃহস্পতিবারে সংবাদ মাধ্যমকে জানানো হয় কুমিল্লা চাইলে খেলাতে পারবে স্মিথকে, তার জন্য বিপিএল গভার্নিং কাউন্সিল বাইলজে পরিবর্তন এনেছেন। আগের নিয়মে রিপ্লেসমেন্ট হিসেবে ড্রাফটের বাহিরের কোন ক্রিকেটারকে দলে নেওয়া না গেলেও নতুন বাইলজে প্রতিটা দল রিপ্লেসমেন্ট হিসেবে সর্বোচ্চ ১ জন ক্রিকেটারকে ড্রাফটের বাহিরেও চুক্তি করতে পারবে। আর এই নিয়মের জন্যই আবারো সুযোগ সৃষ্টি হয়েছে স্টিভ স্মিথের বিপিএলে খেলার, আর এই নিয়মটিকে স্বাগত জানিয়েছে খুলনা টাইটানস, রাজশাহী কিংস সহ অধিকাংশ ফ্রাঞ্চাইজি। তারা মনে করে এতে করে বিপিএল আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেই সাথে স্থানীয় ক্রিকেটাররা আরো বড় বড় ক্রিকেটারের সাথে ড্রেসিংরুম শেয়ার করে তাদের অভিজ্ঞতা থেকে শিখবে।

এবারও কুমিল্লাকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনিরা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড :

দেশি খেলোয়াড় : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশাররফ রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা।

বিদেশি খেলোয়াড় : স্টিভ স্মিথ, শোয়েব মালিক, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল, আমির ইয়ামিন।

Bootstrap Image Preview