২০১৮ সালটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশ দলের। ইনজুরি সঙ্গী হলেও দুর্দান্ত অলরাউন্ডিং পারফরমেন্স করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সেই সুবাদে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট "ক্রিকবাজ" এর সেরা একাদশে জায়গা পেলেন তিনি।
২০১৮ সালে ওয়ানডেতে ১৫ ম্যাচে ৩৮.২৩ গড়ে ব্যাট হাতে করেছেন ৪৯৭ রান করেছেন সাকিব। এছাড়া বল হাতে ২৬.৫১ গড়ে নিয়েছেন ২১ উইকেট। আর এমন পারফর্মেন্সেই ভয়েস অব ক্রিকেট খ্যাত হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশী হিসেবে জায়গা পেয়েছেন সাকিব।
হার্শার সেরা একাদশে ওপেনার হিসেবে স্থান পেয়েছেন তার স্বদেশি রোহিত শর্মা ও শিখ ধাওয়ান। তিনে রেখেছেন তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। তারপরই আছেন ইংলিশ অধিনায়ক জো রুট।
উইকেটকিপার হিসেবে হার্শার পছন্দ আরেক ইংলিশ ক্রিকেটার জস বাটলার। আর অল রাউন্ডার আছেন দুইজন। একজন বাংলাদেশের সাকিব। অন্যজন শ্রীলঙ্কার থিসারা পেরেরা।স্পিনার হিসেবে ভোগলের দলে আছেন আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদিপ যাদব। পেসার হিসেবে ভারতের জসপ্রিত বুমরাহর সাথে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।