প্রথম ইনিংসে ভারতের ৭ উইকেটে ৪৪৩ রানের জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া তৃতীয় দিনের চায়ের বিরতির পরেই অল আউট হয়ে যায়। মাত্র ১৫১ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারত লিড পায় ২৯২ রানের। ভারতের হয়ে একাই ৬ উইকেট নিয়েছে জাসপ্রিত বুমরা।
দ্বিতীয় দিনের বিনা উইকেটে ৮ রানের পর থেকে খেলা শুরু করে তৃতীয় দিনের শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া৷ প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার চার জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দেয় ভারত৷
অ্যারণ ফিঞ্চকে সাজঘরে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ইশান্ত শর্মা৷ ৮ রান করে অভিষেককারী ময়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন ফিঞ্চ৷ তাঁকে অনুসরণ করে ক্রিজ ছাড়েন অপর ওপেনার মার্কাস হ্যারিস৷ ২২ রান করে বুমরাহর বলে ইশান্তের হাতে ধরা দেন তিনি৷
উসমান খোওয়াজা ক্রিজ আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করলেও খুব বেশিক্ষণ জারি রাখতে পারেননি তাঁর প্রতিরোধ৷ ব্যক্তিগত ২১ রানের মাথায় জাদেজার বলে আউট হন তিনি৷ খোওয়াজার ক্যাচটিও তালুবন্দি করেন নবাগত ময়াঙ্ক৷ শন মার্শকে ১৯ রানের মাথায় বুমরাহ এলবিডব্লুর ফাঁদে জড়াতেই আম্পায়াররা মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন৷ ৪ উইকেটে ৮৯ রান তুলে লাঞ্চে যায় অসিরা।
লাঞ্চের পর খেলা শুরু হলে ট্রেভিস হেডের উইকেট তুলে নেন বুমরাহ৷ ২০ রান করে জসপ্রীতের বলে বোল্ড হন তিনি৷ মিচেল মার্শ দলনায়ক পেইনকে খুব বেশিক্ষণ ক্রিজে সঙ্গ দিতে পারেননি৷ ৯ রান করে জাদেজার বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে বসেন সিরিজে প্রথমবার ব্যাট করতে নামা অজি অলরাউন্ডার৷
চায়ের বিরতির ঠিক আগে প্যাট কামিন্সকে বোল্ড করেন মোহম্মদ শামি৷ সাজঘরে ফেরার আগে কামিন্স ১৭ রানের যোগদান রাখেন৷ টি-ব্রেকে পেইন ২২ ও মিচেল স্টার্ক ৫ রানে ব্যাট করছিলেন৷
চা বিরতি থেকে ফিরেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। কোনো রান না যোগ করেই ১৪৫ রানে অষ্টম উইকেট হারায় তারা। এ সমম অধিনায়ক টিম পেইন দলীয় সর্বোচ্চ ২২ রান ফিরে যান। তাকে ফেরান বুমরা।
শেষ দুটি উইকেটে নামা লায়ন ও হ্যাজেলউড রানের খাতা খুলতে পারেননি। তাদের দুজনকেও ফেরান বুমরা। অপর প্রান্তে ৭ রান নিয়ে অপরাজিত থাকেন স্টার্ক।
বুমরার ৬ উইকেট ছাড়াও জাদেজা ২টি উইকেট নেন। এছাড়া ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি ১ টি করে উইকেট নেন।