সাউথ জোনের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিসিএল-২০১৮ মৌসুমের পর্দা নেমেছে বৃহস্পতিবার। চার দলের লড়াইয়ে সেরা নির্বাচিত হতে ষষ্ঠ তথা, শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।এবারের আসরে টানা দ্বিতীয় বার এবং মোট চতুর্থবারের মত বিসিএলের শিরোপা ঘরে তুলেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
একনজরে বিসিএল আসরের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকারী
১। এনামুল হক বিজয়ঃএবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রকারী চ্যাম্পিয়ন দলের ওপেনার এনামুল হক বিজয়।এবারই প্রথম বিসিএলয়ে সর্বোচ্চ রান সংগ্রকারী হয়েছেন বিজয়। সাউথ জোনের এ ওপেনার এবারের আসরে ৬৫.৮০ গড়ে করেছেন মোট ৬৫৮ রান। সেরা ইনিংস ১৮০ রান।এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও তিন ফিফটি।
২। নাঈম ইসলামঃ এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নর্থ জোনের মিডলঅর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলাম। ৫২.২০ গড়ে ৫২২ রান করছেন তিনি।তার সেরা ইনিংস সেরা ১৩৭ রান। এর মধ্যে আছে দুইটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।
৩। জুনায়েদ সিদ্দিকীঃ এই তালিকায় তিনে আছেন নর্থ জোনের ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী।৫০.০০ গড়ে মোট ৫০০ রান করেছেন তিনি। সেরা ইনিংস ১১২ রান। সাথে আছে একটি সেঞ্চুরির এরং চারটি ফিফটি।
৪। রনি তালুকদারঃ সেরা রান সংগ্রহকারী এই তলিকায় চারে আছেন ইস্ট জোনের ওপেনার রনি তালুকদার। ৪৬.০০ গড়ে ৪৬০ রান করেছেন তিনি। চারে থাকা ইস্ট জোনের এ ওপেনারের ব্যাটে এসেছে এক সেঞ্চুরি এবং তিনটি ফিফটি।
৫। মেহেদী হাসানঃ এই তালিকায় সেরা পাঁচে জায়গা করে নেওয়া আরেক ব্যাটসম্যান চ্যাম্পিয়ন সাউথ জোনের অলরাউন্ডার মেহেদী হাসান।৯১.৮০ গড়ে তিনি করেছেন ৪৫৯ রান। তার সেরা ইনিংস ৮৬ রান।আসরে কোন শতক না পেলেও চারটি ফিফটি করেছেন তিনি।