Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে দিন শেষ করল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:৩৮ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:৩৮ PM

bdmorning Image Preview


টস্টের তৃতীয় দিনে বোলিংয়ে বিধ্বংসী প্যাট কামিন্স। ৪ ওভারে ৪ উইকেট তুলে নিয়ে ভারতের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ গড়ল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে শূন্য রানে ফিরলেন দুই ইনফর্ম ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে।

এদিন অস্ট্রেলিয়াকে ১৫১ রানে অল আউট করে মোলবোর্ন টেস্টের স্টিয়ারিং নিজেদের হাতে নিয়েছিল ভারত। ২৯২ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটও করতে নামে তাঁরা। তবে শেষ সেশনের আগেই  ভারতীয় ব্যাটিংয়ে ধস নামিয়ে খেলা ফিফটি-ফিফটি চান্স তৈরি করেদিলেন কামিন্স।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন হনুমা বিহারী। দলীয় ২৮ রানে তিনটি উইকেট হারায় ভারত। প্রথমেই ওপেনার বিহারীকে ১৩ রানে ফেরান কামিন্স। এরপর ভারতের দ্বিতীয় ইনিংসে আর কোনো রান যোগ না করেই  ফেরেন প্রথম ইনিংসে শতরান করা চেতেশ্বর পূজারা। শূন্য রানে ফিরলেন ক্যাপ্টেন কোহলি। তিনটি উইকেটই নেন কামিন্স।

দলীয় ৩২ রানে চতুর্থ উইকেট তুলে নেন কামিন্স। এ সময়  মাত্র ১ রান করে বিদায় নেন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। ১০ রানের বব্যধানে পঞ্চম উইকেট হারায় ভারত। এবার রোহিত শর্মাকে ৫ রানে ফেরান ঘাতক হ্যাজেলউড।

৪২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতে ষষ্ঠ উইকেটে কিছুটা  স্বস্থি এনে দেন রিশভ পান্থ ও ওপেনার আগারওয়াল। এই দুই ব্যাটসম্যান আর কোনো বিপত্তি ছাড়াই দিনের বাকিটা পথ পাড়ি দেন। দিন শেষে আগারওয়াল ২৮ ও পান্থ ৬ রান নিয়ে অরাজিত থাকেন। শনিবার ৫৪ রানে ৫ উইকেট নিয়ে চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামবেন তারা।

আজ ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়লেও প্রথম ইনিংসে ২৯২ রানের লিডের সুবাদে দ্বিতীয় ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে ৩৪৬ রানে। তবে মেলবোর্ন উইকেট যেভাবে নিজের চরিত্র বদলাচ্ছে, তাতে ব্যাটিং করা আরও কঠিন হয়ে যাচ্ছে। বল কখনও অত্যধিক লাফাচ্ছে।   কখনও আবার একেবারে মাটি ঘেষে চলে যাচ্ছে। স্পিনাররাও সাহায্য পাচ্ছে। তৃতীয় দিনেই ব্যাট করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেখানে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয় কার্যত এভারেস্ট জয়ের সামিল হয়ে দাঁড়াবে। সেদিক থেকে দেখতে গেলে ভারত কিছুটা চাপে থাকলেও এখনও ম্যাচের রাশ তাঁদের হাতেই, একথা নির্দ্বিধায় বলা যায়।  

Bootstrap Image Preview