Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন ঘিরে ৩ দিন সেবা দিতে হাসপাতালগুলোকে ইসির নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:১৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩১ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে কোনো সংঘর্ষ হলে আহতদের যাতে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া যায় সে জন্য সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্দেশনা বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তিনদিন নির্বাচনী কাজে নিয়োজিত যেকোনো কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজনে জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখতে হবে।

Bootstrap Image Preview