Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দিনাজপুরের ২ প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৫:০৮ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৫:০৯ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের শেষ মুহূর্তে এসে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দিনাজপুরের দুটি আসনে লাঙ্গল মার্কার প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে এই দু’প্রার্থী দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন। এ সময় তারা বলেন, প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে সবাই ভোট দিবেন।

তারা হলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও মো. মোনাজাত চৌধুরী।

সংবাদ সম্মেলনে দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) আসনের জাপা প্রার্থী মো. জুলফিকার হোসেন জানান, মহাজোটের উম্মুক্ত প্রার্থী হিসেবে ভোটারদের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। এ জন্য দলের বৃহত্তর স্বার্থে দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে ও প্রত্যাশানুযায়ী নির্বাচনী প্রচারণা ও আসন থেকে সরে দাঁড়াচ্ছি। ব্যক্তির চেয়ে দল বড়, তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।

অন্যদিকে সংবাদ সম্মেলনে একই ঘোষণা দেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মোনাজাত চৌধুরী।

Bootstrap Image Preview