আইনি জটিলতায় ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়ে গেছে। এর মধ্যে রয়েছে ঢাকা-১ ও বগুড়া-৭ আসনও। তবে শেষ সময়ে এসে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম (মোটরগাড়ি) এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে (ট্রাক মার্কা) সমর্থন দিয়েছে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল।
শুক্রবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, এছাড়া বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়া অন্য ১২টি আসনে কাকে কাকে সমর্থন দেওয়া হবে সে বিষয়েও আলোচনা চলছে। আজকেই এ বিষয়ে জানানো হবে।
ঢাকা-১ আসনে নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোর্শেদ লিটনকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। কিন্তু উপজেলা চেয়ারম্যানের পদ সময় মতো না ছাড়ার কারণে তাদের মনোনয়ন বাতিল হয়ে যায়।