ঢাকা-২ নির্বাচনী এলাকায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির বাসা তল্লাশি করেছে পুলিশ। তল্লাশী শেষে পুলিশের হাতে আটকও হয়েছে চার নেতা-কর্মী।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত পোষাকধারী এবং সাদা পোষাকের পুলিশ তার বাড়ি ঘিরে রাখে। এরপর দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত বাসার ভেতরে ঢুকে সব রুমে তল্লাশি চালায়।
তল্লাশি শেষে যে চারজনকে আটক করেছে পুলিশ তাদের সবার নাম জানা না গেলেও অমির গাড়িচালক বাদশা রয়েছেন আটককৃতদের মধ্যে।
জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ইরফানের অভিযোগ, তাকে শুক্রবার জুমার নামাজে যেতে দেওয়া হয়নি। অমির বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন।