Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জামান টাওয়ারে আগুন উদ্দেশ্যমূলক: ঐক্যফ্রন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:২৫ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:২৫ PM

bdmorning Image Preview


রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে আগুন লেগেছে। এটিকে পরিকল্পিত ও ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এটি উদ্দেশ্যেমূলকভাবে করা হয়েছে বলে ধারনা করছে ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম সাংবাদিকদের বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক!

তিফুল বারীর দাবি, এখন দেখা যাবে বিকাল থেকে এখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি একটি অজুহাত তৈরি করার জন্য আমাদের পরিকল্পিত মনে হচ্ছে আগুন লাগার ঘটনা।

এর আগে শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে পুরানা পল্টনের প্রীতম-জামান টাওয়ারে ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, শুক্রবার ছুটির দিনে বেলা পৌনে ৩টার দিকে ১৬ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। আমাদের ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ওই ভবনেই তৃতীয় তলায় বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অফিস। এছাড়া সারাবাংলা ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

Bootstrap Image Preview