Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রার্থীর কাছে চাঁদা দাবি আটক র‍্যাবের হাতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৮:১২ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৮:১২ PM

bdmorning Image Preview
সেনা কর্মকর্তা পরিচয়ে প্রার্থীর কাছে চাঁদা দাবি আটক র‍্যাবের হাতে


সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সেনা মতায়তেন করাছে নিরাপত্তার স্বার্থে। ঠিক এই সময়ে সেনা কর্মকর্তা পরিচয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের কাছে অর্থ দাবির অভিযোগে মাহবুবুর রহমান বাদশা ওরফে হাবীব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, হাবীব একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর মেজর ও কর্নেল পরিচয় দিয়ে প্রতরণা করে আসছিলেন। সম্প্রতি তিনি একই পরিচয়ে সংসদ নির্বাচনের প্রার্থীদের কাছে ফোন করেন এবং সকল প্রকার অবৈধ সুযোগ-সুবিধা প্রদান ও নির্বাচনে জয়লাভের নিশ্চয়তাসহ অনেক প্রলোভন দেখান। এর বিনিময়ে তিনি মোটা অঙ্কের অর্থ দাবি করেন। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে আরও অভিযান চালানো হবে।

র‌্যাব সূত্র জানায়, এর আগেও বিভিন্ন সময়ে মেজর, ক্যাপ্টেন, ডিবি ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার নাম ও পদবি ব্যবহার করে প্রতারণায় জড়িতদের গ্রেফতার করেছে র‌্যাব।

নির্বাচন উপলক্ষে গত ২৪ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এরই মধ্যে সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে প্রতারণায় নেমেছে কিছু অসাধু ব্যক্তি। ২৬ ডিসেম্বর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানায়। কেউ এমন অনৈতিক কার্যকলাপ করলে বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার কথাও বলা হয়।

Bootstrap Image Preview