Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় নির্বাচনের ২২০টি নকল সিল জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:১৫ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:১৫ PM

bdmorning Image Preview
ঢাকায় নির্বাচনের ২২০টি নকল সিল জব্দ


কাল বাদে পরশু নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে জোরদার রয়েছে নিরাপত্তা ব্যাবস্থা। আর এই সময়ে অভিযান চালিয়ে রাজধানীর পল্টন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২২০টি নকল সিল জব্দ করা হয়েছে র‍্যাব।

র‌্যাব-৩ এসব নকল সিল উদ্ধার করে। এ সময় সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকালে কমরেড মণি সিংহ সড়কের 'মদিনা মেটালিক' নামক দোকানে এ অভিযান চালিয়ে এসব সিল জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য নকল সিল তৈরি ও বিক্রি করা হচ্ছে। গোয়েন্দা তথ্যে এমন খবর জানা যায়। এরপর তথ্যের সত্যতা যাচাইয়ে পল্টনের কমরেড মণি সিংহ সড়কে গেলে অভিযুক্ত সালাউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। এ সময় তাকে গ্রেফতার এবং নকল সিলগুলো জব্দ করা হয়।

Bootstrap Image Preview