Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিরাপত্তার চাদরে তালা উপজেলা, তবুও সংশয় কাটেনি

এসএম বাচ্চু, তালা প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ সামনে রেখে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সাতক্ষীরার তালা উপজেলা। এ লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ব্যাটিলিয়ান ও গ্রাম পুলিশ নির্বাচনের দিন নিরাপত্তায় কাজ করবেন।

তালা ও পাটকেলঘাটা থানা সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষ্যে পুলিশ প্রশাসন উপজেলা কাজ করে যাচ্ছে। এ কাজে তারা প্রতিদিনই নতুন নতুন কর্মপরিকল্পনা তৈরি করছে। যাতে কোনভাবেই নির্বাচনের দিন পরিবেশ বিঘ্নিত না হয়। এ লক্ষ্যে ইতিমধ্যে তারা ৪-৬ ভাগে বিভক্ত করা হয়েছে। এসব সেক্টর প্রধানের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট এলাকার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপাররা। তাদের সাথে থাকবেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ফাঁড়ির ইনচার্জরা।

এ ছাড়া উপজেলা এলাকার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে থাকবে ১টি করে মোবাইল টিম। একইসাথে থাকছে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স। এসব স্ট্রাইকিং ফোর্সে নেতৃত্বে থাকবেন এস আইরা। একজন এসআই'র নেতৃত্বে ১২-১৫ সদস্যের সমন্বয়ে  স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে।

এ ছাড়া সাতক্ষীরা পুলিশ লাইনে স্থাপিত কন্ট্রোল রুমে অতিরিক্ত ফোর্স স্ট্যান্ডবাই থাকবে। তারা জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার মাঠে নামবেন। আর পুলিশ বাহিনীর এসব টিমের নেতৃত্বে থাকবেন জেলা পুলিশ সুপার। এসব টিমের বাইরেও তিনি জরুরী প্রয়োজনে কৌশলে নতুন নতুন টিম গঠন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে। আর পুলিশ বাহিনীর এসব নিরাপত্তা টিমের বাইরে উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বিজিবি সদস্য ও ২৪ ডিসেম্বর থেকে মাঠে নেমেছেন সেনা সদস্য। একইসাথে কাজ করবে র্রাব এর সদস্যরা।

এ ছাড়া তালা উপজেলায় নির্বাচনী আচারণ বিধি নিয়ন্ত্রণে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পৃথক কয়েকটি টিম। এ কারণে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলা এলাকা পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা সদস্যদের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

সাধারণ জনগণের বক্তব্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার চাদর বিছিয়ে দিলেও ক্ষমতাসানী দলের বা প্রার্থীর লোকজন লঠি, রাম দাসহ দেশীয় সরজ্ঞাম নিয়ে মহড়া দিচ্ছে। এতে করে সাধারণ জনগণ ভোট কেন্দ্র যেতে ভয় পাচ্ছে।

১৪ সালের নির্বাচনে জামায়েত-বিএনপির নেতাকর্মীরা তালা উপজেলার বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছেন। তাদের দাবি- তারা যেন সঠিক ভাবে ভোট কেন্দ্র যেতে পারে তাহার ব্যাবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

নির্বাচনী নিরাপত্তা বিষয়ে তালা ও পাটকেলঘাটা থানার সহকারী পুলিশ সুপার  বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা ২টি থানায় নির্বাচনী এলাকায় পুলিশ বাহিনী সর্বোচ্চ নিরাপত্তামূলক বলয় তৈরি করেছে। আর এ কাজে তারা সর্বোচ্চ ফোর্স নিয়োগ করেছে। তাদের লক্ষ্য একটাই, যাতে শান্তিপূর্ণ পরিবেশে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপরও যদি এ কাজে কোন ব্যতয় ঘটে বা কেউ শান্তিতে ব্যাঘাত সৃষ্টির চেষ্টা চালায় তবে পুলিশ প্রশাসন কাউকে ছাড় দেবে না। তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

Bootstrap Image Preview