Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনকালীন যান চলাচলে নিষেধাজ্ঞায় থাকছে না যেসব যাত্রীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ PM

bdmorning Image Preview
নির্বাচনকালীন যান চলাচলে নিষেধাজ্ঞায় থাকছে না যেসব যাত্রীরা


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যান চলাচল বন্ধ থাকলেও বিদেশগামী যাত্রী,রোগী বা অন্যান্য যাত্রীদের ক্ষেত্রে এই নির্দেশনা শিথিল থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে উইল লিটল ফ্লাওয়ার স্কুলের মাঠে নির্বাচনী প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনের দিন যান চলাচল বন্ধ থাকলেও বিদেশগামী যাত্রী, রোগী বা অন্যান্য যাত্রীরা বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারলে তাদের ক্ষেত্রে এই নির্দেশনা শিথিল করা হবে। এজন্য ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, লাইসেন্সকৃত সকল অস্ত্র আমরা বিভিন্ন থানায় জমা নিয়েছি। প্রার্থী ব্যতীত কেউ কোনো বৈধ অস্ত্র কেউ বহন বা প্রদর্শন করতে পারবে না।

আছাদুজ্জামান মিয়া বলেন, যেসব স্থানে পেশীশক্তি প্রয়োগ হতে পারে বা বাধা আসতে পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তেমনভাবে কাজ করে যাচ্ছি। বাধাহীন সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগে সকল প্রস্তুতি চলমান আছে।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ১৪টি পয়েন্ট থেকে ব্যালট পেপার বিতরণ ও জমা নেওয়া হবে। সেসব স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যেকোন ধরনের গোলোযোগ কঠোর হস্তে নিয়ন্ত্রণসহ সকল বাহিনীর সমন্বয়ে সুষ্ঠুভাবে অর্থবহ ভোট অনুষ্ঠানে আমরা বদ্ধ পরিকর।

সুস্পষ্ট নিরাপত্তার কোনো হুমকি নেই জানিয়ে ঢাকার পুলিশ কমিশনার বলেন, বিগত নির্বাচনের বিভিন্ন সংঘর্ষের অভিজ্ঞতা মাথায় রেখে আমরা ছক সাজিয়েছি। কোনো ভোটারের নিরাপত্তায় কোনো হুমকি থাকলে ৯৯৯, কন্ট্রোলরুম বা যেকোন ভাবে পুলিশকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।

বিএপির পক্ষ থেকে পুলিশের পক্ষপাতমূলক আচরণ প্রসঙ্গে কমিশনার বলেন, এটি একেবারেই তথ্যনির্ভর নয়। আমরা প্রজাতন্ত্রের কর্মী হিসেবে আইনের আলোকে কাজ করে থাকি। চ্যালেঞ্জ করে বলতে পারি ঢাকায় বিনা ওয়ারেন্ট বা সুস্পষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি। পক্ষপাতের এই অভিযোগ সত্য নয়।

Bootstrap Image Preview