Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে চমক দেখাতে খুলনা টাইটান্স দলে  বিধ্বংসী এক ব্যাটসম্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:২০ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:২০ AM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের প্রথম আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন আয়ারল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান পল স্টারলিং। এরপর তাকে আর দেখা যায়নি। কিন্তু আসন্ন বিপিএলের ষষ্ঠ আসরে আবারো এই  বিধ্বংসী এক ব্যাটসম্যানকে দেখা যাবে খুলনা টাইটান্সের হয়ে।

এরই মধ্যে খুলনা টাইটান্স স্টারলিংয়ের সঙ্গে চুক্তি করেছে।নেইল ও’ ব্রায়েনের পর দ্বিতীয় আইরিশ ক্রিকেটার হিসেবে স্টারলিংকে দেখা যাবে। দুজনই রয়েছেন খুলনায়। পুনরায় বিপিএলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্টারলিং। বিশেষ করে খুলনার কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে কাজ করতে মুখিয়ে এ ক্রিকেটার।

খুলনা টাইটানস
দেশি ক্রিকেটার: মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন জুনিয়র, শরিফুল ইসলাম, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম ও মাহিদুল হাসান অংকন।

বিদেশি ক্রিকেটার: ডেভিড মালান, আলী খান, কার্লোস ব্রাথওয়েট, জহির খান, শেরফেন রাদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ ও ব্রেন্ডন টেইলর। 

উল্লেখ্য,এবারের বিপিএলে দলটির প্রথম ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ জানুয়ারি। 
 

Bootstrap Image Preview