Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাঠে নোংরা ভাষায় গালিগালাজ যা করলেন বিরাট  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:৩০ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:৩০ AM

bdmorning Image Preview


মেলবোর্ন টেস্টের প্রথম দু’দিন ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদেরও অশ্রাব্য গালমন্দ করা হয়েছে। ভারতীয় সমর্থকদের উদ্দেশে নাকি বলা হয়েছে, ‘‘তোমাদের ভিসা দেখাও।’’  এখানেই শেষ নয়, কোহলিকে উদ্দেশ করে নোংরা গালিগালাজ করা হয়। 

ভারত অধিনায়ক মাঠের ভিতরে আগ্রাসী। বহুবার মাঠের ভিতরেই তা ধরা পড়েছে। গ্যালারি থেকে তাঁর উদ্দেশে উড়ে আসা গালিগালাজের জবাবে কোহলি কিন্তু ধরা দিয়েছেন অন্য অবতারে। দর্শকদের উদ্দেশে টুপি খুলে কোহলিকে অভিবাদন করতে দেখা গিয়েছে। 

ক্যারিয়ারের  শুরুর দিকে এতটা ঠান্ডা মাথায় এমন পরিস্থিতি সামলাতে পারতেন না বিরাট। কিন্তু সেই দিন যে তিনি ফেলে এসেছেন, তা তাঁর আজকের ব্যবহার বুঝিয়ে দিচ্ছে। এই কোহলি অনেক পরিণত, অনেক শীতল মস্তিষ্কের। 

Bootstrap Image Preview