Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩৯ বছরের রেকর্ড ভাঙলেন বুমরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ AM

bdmorning Image Preview


বক্সিং’ডে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বল হাতে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছেন ভারতের ডান-হাতি পেসার জসপ্রিত বুমরাহ। এক ইনিংসে ইনিংসে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। ৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার পাঁচ বা ততোধিক উইকেট নেন বুমরাহ। আর এতেই অনেক রেকর্ডের মালিক বনে গেলেন তিনি।

চলতি বছরই টেস্ট অভিষেক হয় বুমরাহর। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা জার্সি পড়েন তিনি। আজ অবধি ৯টি টেস্ট খেলে ইতোমধ্যে ঝুলিতে ৪৫টি শিকার রেখেছেন। এমন নৈপুন্য দিয়ে ৩৯ বছরের পুরনো রেকর্ড আবারো ফিরিয়ে আনলেন তিনি।

১৯৭৯ সালে টেস্ট অভিষেকের পর এক বছরে ৪০ উইকেট নিয়েছিলেন দিলীপ দোশি। অভিষেকের পর এক বছরে যোশির অন্তত ৪০ উইকেট নেয়ার কীর্তিতে ভাগ বসালেন বুমরাহ। সেই সাথে এক বছরে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারে এখন সবার উপরে তিনি। পাশাপাশি বিদেশের মাটিতে ভারতের পক্ষে সবচেয়ে বেশি উইকেটও তার।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেয়ার ক্ষেত্রে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরাহ। বুমরাহর চাইতে বেশি ৮ উইকেট করে নিয়েছেন কপিল দেব ও অনিল কুম্বলে।

Bootstrap Image Preview