Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০১৯ সালে মাশরাফি-সাকিবদের যত সিরিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:২৮ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:২৮ AM

bdmorning Image Preview


আর মাত্র দুদিন পরেই নতুন বছর ২০১৯ সালে পা দেবো আমরা্। ২০১৮ সালে ব্যাস্ততার মধ্যে পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। একই সাথে জয়ের পরিসখ্যানে এটি ছিল বাংলাদেশের সফলতম বছর। সেই ধারাবহিকতায় নতুন বছরের ব্যাস্ততার মধ্যে কাটবে বাংলাদেশ দলের। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে দলের ২০১৯ সালে ম্যাচের সূচি।

বছরের শুরুতেই জানুয়ারিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। তবে দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের জমকালো আয়োজনে ব্যস্ত থাকবে দেশের ক্রিকেটাঙ্গণ।

বিশ্বকাপের বছরে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট শুরু হবে নিউজিল্যান্ড সফর দিয়ে। ফেব্রুয়ারিতে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলবে স্টিভ রোডসের শিষ্যরা। তবে এপ্রিলে কোনো ম্যাচ নেই।

এরপরই আয়ারল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে ত্রিদেশীয় সিরিজ খেলতে। সিরিজে স্বাগতিকরা ছাড়াও থাকছে ওয়েস্ট ইন্ডিজ। ৭ মে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজে প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে দুইবার মোকাবেলা করবে।

ত্রিদেশীয় সিরিজ মূলত বিশ্বকাপের আগে গা গরমের সিরিজ সাকিব-মাশরাফিদের জন্য। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বে ৯টি ম্যাচ খেলবে টাইগাররা।

বিশ্বকাপের পর আগস্ট, সেপ্টেম্বর বিরতি। বিশ্বকাপের পর প্রথম সিরিজ হবে অক্টোবরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এরপর আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ হবে একই মাসে।

২০১৯ সালটা শেষ করবে শ্রীলঙ্কা সফর দিয়ে। ডিসেম্বরের ওই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

এর বাইরেও ম্যাচ বা সিরিজ খেলতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে অন্য বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিরিজ নির্ধারন করবে বিসিবি।
 

Bootstrap Image Preview