Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:০১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:৪৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু হয়েছে। আজ শনিবার সকালে নির্বাচনী সামগ্রী পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন, রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। 

এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৬ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন।

রিটার্নিং অফিসার এস.এম মোস্তফা কামাল জানান, ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশসহ ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া ১ হাজার ৫শ’ সেনাসদস্য ও ১৪ প্লাটুন বিজিবি সদস্য টহলে রয়েছেন। জেলার ৪ টি সংসদীয় আসনের ৫ শ’ ৯৭টি কেন্দ্রের মধ্যে ৪শ’ ৯০টিই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রশাসন। 

Bootstrap Image Preview