Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে পরিত্যাক্ত ঘর থেকে অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সভাপতি খুরশিদ আলমের বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার ভোরে উপজেলার চরচান্দিয়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে নাশকতার পরিকল্পনায় দুর্বৃত্তরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় যুবদল নেতা খুরশিদ আলমের বাড়ির পাশে পরিত্যাক্ত একটি ঘর থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার এসব অস্ত্রের মধ্যে ৮টি বিদেশি অস্ত্র, একটি পাইপগান, একটি শটগান ও ৩০ রাউন্ড গুলি রয়েছে।

Bootstrap Image Preview