একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তার বাসভবন বেইলি রোডের ওই কেন্দ্রটি অবস্থিত। কামাল হোসেন সকালেই নিজের ভোট দিতে কেন্দ্রে যাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী। তিনি বলেন, কামাল হোসেন নিজ বাসার সামনের ওই কেন্দ্রের ভোটার, সেখানেই ভোট দেবেন। আমি ঝিগাতলার একটি স্কুলে ভোট দেব।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন এসব আসনের প্রায় ১০ কোটি ৪২ লাখ ভোটার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হবে।