Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বানরকে যৌন হয়রানি : এক নারীকে ৩ বছর কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:৪৯ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বানরকে যৌন হয়রানি করায় বাসমা আহমেদ নামে এক নারীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। দেশটির উত্তরের শহরের মানসুরা শহরের একটি আদালত শুক্রবার বাসমা আহমেদকে এই দণ্ড দিয়েছে বলে মিশরের আল-আহরাম পত্রিকার বরাত দিয়ে ডেইলি মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

‘উদ্দীপনায় উস্কানি দেওয়া’ ও প্রকাশ্যে অশ্লীল কর্মকাণ্ড করায়’ মাসমা আহমেদকে এই দণ্ড দেওয়া হয়েছে বলে পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত অক্টোবরে ৯০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, নাইল ডেল্টা শহরের একটি পোষা প্রাণীর দোকানে বাসমা একটি বানরের গোপনাঙ্গে হাত দিয়ে হাসছিলেন। এই ভিডিও অনলাইনে ভাইরাল হয়। বানরকে ‘যৌন হয়রানি’ করার অভিযোগে বাসমাকে গ্রেফতার করে মিশরের পুলিশ।

আদালতে নিজের দোষ স্বীকার করেছেন বাসমা। তিনি দাবি করেছেন, অশ্লীল উদ্দেশ্য কাজটি করেননি। বানরকে সুরসুরি দেওয়ার জন্য তিনি কাজটি করেছিলেন।

Bootstrap Image Preview