Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাবনার চরাঞ্চলে শীতার্ত চরবাসীর মাঝে নেই ভোটের আমেজ

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:০২ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:০৪ PM

bdmorning Image Preview


ভোটের বাকি আর মাত্র কয়ে ঘন্টা। অথচ পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলে তেমন কোনো নির্বাচনী আমেজই নেই। অন্যবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকায় চর এলাকায়ও মিছিল, মিটিংয়ে ছড়িয়ে পড়ে ভোটের উত্তাপ। কিন্তু এবার তা নেই বললেই চলে। কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহের কবল থেকে রক্ষাই এসব চর এলাকার মানুষের এখন প্রধান ভাবনার বিষয়।

চরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এমনিতেই মূল এলাকার তুলনায় চরে শীত পড়ে বেশি। এর মধ্যে আবার কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ বইতে থাকায় চরের মানুষ প্রচণ্ড শীতে কাঁপছে। এর মধ্যে নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থা তৈরি না হওয়ায় ভোটের উত্তাপও চরে পৌঁছেনি।

তবে এই জমজমাট প্রচারণায় উপজেলার মূল এলাকা মুখর হলেও নদী পেরিয়ে চরগুলোতে প্রচারণার ঢেউ এসে পৌঁছেনি। চরগুলোতে ছিল মূল এলাকার একেবারে উল্টো অবস্থা। নৌকার দুই প্রার্থী চরে খুব কমই গিয়েছেন। আর ধানের শীষের প্রার্থী বলতে গেলে গণসংযোগের জন্য যানইনি।

নগরবাড়ী নৌঘাটে বসে কথা হয় চরকল্যাণপুরের বাসিন্দা মো. আসাদুল সঙ্গে। দিনমজুরের কাজ করে সংসার চালান তিনি। আক্ষেপ করে আসাদুল বলেন, এবার ভোট হতেছে এক পাইল্যা (একতরফা)। তাই আমাগরে কুনু দাম নাই। শীতের একখান কাপড় দেওয়ার জন্নেও কারও দেখা নাই। অথচ এর আগের নির্বাচনে কতজন কত কী নিয়্যা আইস্যা খোঁজ নিছে।

বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন বলেন, দুটি আসনেই (পাবনা-১ ও ২) আমাদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, মামলা-হামলা হয়েছে। এর ফলে চর এলাকায় আমরা স্বাভাবিক প্রচারণা চালাতে পারিনি। তবু চরবাসী আমাদের ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

Bootstrap Image Preview