Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে ৩৭৬ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০২:২৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০২:২৮ PM

bdmorning Image Preview


মাদারীপুরে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে।

আজ শনিবার সকাল থেকে পুলিশ ও আনসার সদস্যের দায়িত্বে জেলার কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছাতে শুরু করে।   

জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৩ টি নির্বাচনী আসনের  ৩৭৬ টি কেন্দ্রে জেলা রিটার্নিং অফিস ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে পৌছে দেয়া হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র আরো জানায়, নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে সিলসহ স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, রাবারের অফিসিয়াল সিল, রাবারের মার্কিং সিল, গালা, সিল গালা করার জন্য পিতলের সিল (ব্রাস সিল), স্ট্যাম্প প্যাড, চটের ছোট থলি বা হোসিয়ান ব্যাগ, বল পয়েন্ট কলম, সাদা কাগজ, কার্বন কাগজ, ছুরি, সুঁই সুতা, মোমবাতি, দিয়াশলাই, আলপিন, গামপট, সুপার গ্লু, লোহা/প্লাস্টিক/ বাঁশের পাত এবং প্রিন্ট করা দেয়ালপত্র যাতে প্রবেশ, বাহির, ভোটকক্ষ নং, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ইত্যাদি লেখা থাকবে।

Bootstrap Image Preview