Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিকিমে তুষারপাতে আটকে পড়া ৩ হাজার পর্যটককে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


ছুটির দিন আনন্দ প্রায় মাটি হয়ে যেতে বসেছিল। সিকিমে বেড়াতে গিয়ে হঠাৎ করেই প্রবল তুষারপাতে আটকে পড়েন কয়েক হাজার পর্যটক। শেষে ভারতীয় সেনা তাঁদের সকলকে উদ্ধার করে। শুধু তাই নয়, উদ্ধারের পর নিজেদের ছাউনি ফাঁকা করে পর্যটকদের আশ্রয়, খাবারদাবার, ওষুধ, শীতের পোশাক— সব কিছুর ব্যবস্থাও তারা করে।

গ্যাংটক থেকে শুক্রবার চিন সীমান্তের কাছে না থুলা পাস, ছাঙ্গু লেক এবং বাবা মন্দির বেড়াতে গিয়েছিলেন পর্যটকেরা। বৃহস্পতিবার থেকেই ওই সব জায়গায় ঝির ঝির করে বরফ পড়ছিল। কিন্তু শুক্রবার দুপুর থেকে তার প্রাবল্য বাড়তে থাকে। ফলে ওই সব এলাকায় আটকে পড়েন প্রায় ৩ হাজার পর্যটক

খবর পেয়ে উদ্ধারকাজে নামে ভারতীয় সেনা। রাস্তা থেকে বরফ সরিয়ে পর্যটকদের কাছাকাছি পৌঁছন তাঁরা। একে একে সকলকেই উদ্ধার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, পর্যটকদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছেন। উদ্ধারের পর ১৭ মাইল ছাউনিতে আশ্রয় দেওয়া হয়েছে প্রায় আড়াই হাজার পর্যটককে। বাকিদের ১৩ মাইল সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। সকলের জন্য খাবার, পানীয় এবং ওষুধের পাশাপাশি পর্যাপ্ত গরম পোশাকেরও ব্যবস্থা করা হয়েছে।

Bootstrap Image Preview