Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে আগুনে পুড়ে কৃষকের বাড়ি ছাই

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০৮ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে সোবাহান আলী নামের এক কৃষকের বাড়ি আগুনের পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। আগুনে নদগ টাকা, ধান, চাল, কৃষিদ্রব্যদী ও বাড়ির আসবাব পত্র পুড়ে গেছে।

এ ঘটনায় প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন কৃষক সোবাহান আলীর ভতিজা ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

তিনি জানান, দুপুরে হঠাৎ করে বাড়িতে আগুন দেখে চিৎকার শুরু করে বাড়ির মালিক। তার চিৎকারে স্থানীয় ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। মহুর্তের মধ্য আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ভাটরা ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বিষটি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview