Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যারিস্টারি পড়তে লন্ডনে উড়াল দিবেন সালমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


দেশের জনপ্রিয় সংগীত তারকা সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে আসা এই সংগীতশিল্পী প্রতিযোগিতার মঞ্চ থেকেই শ্রোতাদের মনে জায়গা করে নেন। গানের পাশাপাশি পড়াশোনাতেও বেশ মনোযোগী তিনি। ধানমণ্ডির একটি বেসরকারি ল’কলেজে এলএলবি পড়ছেন এই সংগীতশিল্পী। আগামী জানুয়ারিতে তার দ্বিতীয় বর্ষের ফাইনাল। চার বছরের এলএলবির বাকি দু’বছর লন্ডনে পড়তে চান তিনি।

এ প্রসঙ্গে সালমা বলেন, ‘পরীক্ষা শেষ করে আমি পরিপূর্ণ সিদ্ধান্ত নেবো। তবে নিশ্চিত যে, আমি মুভ করবো। বাকি দুটি বছর আমি ইউকেতে(লন্ডন) পড়তে চাই।’

উল্লেখ্য, ২০১৬ সালে সালমার ‘মনমাঝি’ অ্যালবাম বের হয়। তবে জানা যায়, ইউটিউবে প্রকাশের জন্য সম্প্রতি ‘আপন মানুষ’, ‘আমারে ভুলিয়ারে বন্ধু’, ‘প্রাণ ভ্রমরা’ সহ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আগামী জানুয়ারিতে ভিডিওসহ কয়েকটি গান প্রকাশিত হবে। তবে দেশের বাহিরে গেলেও সংগীতের সঙ্গে সম্পৃক্ততা থাকবে তার।

Bootstrap Image Preview