Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর কেন্দ্রগুলোতে পৌছেছে নির্বাচনী সরঞ্জাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, থ্রেড, পিন, অমোচনীয় কালি, ব্রাশ ও সিলসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগরের ১৫টি আসনে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করা হয়। 

নির্দিষ্ট কয়েকটি কেন্দ্র থেকে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮, মহানগরীর এই ১৫টি আসনের সবকটি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ চলছে। বিকেলের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান।

ঢাকা-৪ ও ৫ আসনের সরঞ্জাম শ্যামপুরের ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে, সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে ঢাকা-৬ আসন, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা-৭, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা-৮, খিলগাঁও মডেল কলেজ থেকে ঢাকা-৯, টিচার্স ট্রেনিং কলেজ থেকে ঢাকা-১০, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ঢাকা-১১, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা-১২, রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে ঢাকা-১৩, সরকারি বাঙলা কলেজ থেকে-ঢাকা১৪, সহকারী কমিশনার(ভূমি) অফিস থেকে ঢাকা-১৫, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা-১৬, বনানী বিদ্যানিকেতন ঢাকা-১৭ ও উত্তরা কমিউনিটি সেন্টার থেকে ঢাকা-১৮ আসনের নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। 

সকাল সাড়ে দশটায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম ঢাকা-৮ আসনের নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া উদ্বোধন করেন। উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো মহানগরের ঢাকা-৬ ও ঢাকা-১৩ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হচ্ছে।

সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে এসব আসনে ইভিএম ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়।

Bootstrap Image Preview