Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে বিতর্ক এড়িয়ে গেলেন মনমোহন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:০৯ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’কে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ছবিটি নিয়ে তীব্র আপত্তি তুলছেন কংগ্রেস নেতারা। মুক্তির আগে ছবিটি দেখানোর দাবিও জানিয়েছে তারা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ট্রেলারটিকে ট্যুইট করা নিয়েও সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

পরিচালককে চিঠি দিয়ে নিজেদের দাবির কথা জানিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা সইদ জাফর বলেছেন, ‘ট্রেলারে যা দেখানো হয়েছে এবং যেই নাম ব্যবহার করা হয়েছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। রিলিজের আগে ছবিটি দেখতে চাই, তা না হলে রিলিজ রুখে দেব।’

কংগ্রেস সাংসদ পিএল পুনিয়ার মতে, ‘এটা বিজেপির খেলা। ৫ বছর কোনো কাজ না করে এসব দিয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছে।’ লোকসভা নির্বাচনের আগে ‘বিজেপির প্রচারের হাতিয়ার’ বলে ছবিটির সমালোচনা করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। স্পষ্ট হুমকি দেওয়া হয়েছে মহারাষ্ট্র যুব কংগ্রেসের তরফ থেকেও।

এর মধ্যে শুক্রবার কংগ্রেসের ১৩৪তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে সদর দফতরে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। সেখানে সাংবাদিকরা ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর দেননি তিনি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নেতৃত্বের উপস্থিতিতে সদর দফতরে কেক কাটেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ছবিকে ঘিরে আক্রমণের মধ্যেও পিছিয়ে আসতে রাজি নন অভিনেতা অনুপম খের। ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ জীবনের সেরা অভিনয় উল্লেখ করে লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছেন রিল-লাইফের মনমোহন সিং। নতুন বছরের ১১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’।

Bootstrap Image Preview